শ্রীলঙ্কা সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় এই সফরে দলে নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। ফলে তার দায়িত্ব সামলাবেন স্মিথ। এই দলে সবচেয়ে বড় চমক স্টিভ স্মিথের অধিনায়কত্ব। স্যান্ডপেপার কাণ্ডের পর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব হারিয়েছিলেন তিনি, হয়েছিলেন নিষিদ্ধও। সেই স্টিভ স্মিথকেই আবার ফেরানো হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়কত্বে।
শ্রীলঙ্কা সফরের সময় দ্বিতীয় সন্তানের বাবা হবেন প্যাট কামিন্স। এছাড়া ভারত সিরিজে গোড়ালির চোটেও পড়েছেন তিনি। লঙ্কা সফরের স্কোয়াডে তাই রাখা হয়নি কামিন্সকে। এই সিরিজে বহুদিন পর অস্ট্রেলিয়ার নেতৃত্বে দেখা যাবে স্টিভেন স্মিথকে। তিন বিশেষজ্ঞ স্পিনারের সাথে কুপার কনোলো মিলিয়ে মোট চার স্পিনার নিয়ে স্কোয়াড সাজিয়েছে অজিরা। শ্রীলঙ্কার কন্ডিশন বিবেচনায় পেসার কমানো হয়েছে। মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ডের সাথে দলে রাখা হয়েছে শন অ্যাবটকে। এছাড়াও ভারত সিরিজে ভালো করা বাউ ওয়েবস্টার এবং স্যাম কনস্টাসকে রেখে দেওয়া হয়েছে।এছাড়া জায়গা হারিয়েছেন মিচেল মার্শ।
অস্ট্রেলিয়া স্কোয়াড–
স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, স্যাম কনস্টাস, মারনাস লাবুশেইন, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, জন ইংলিস, নাথান ম্যাকসোয়েনি, বেউ ওয়েবস্টার, নাথান লায়ন, মিচেল স্টার্ক, কুপার কনোলি, টড মারফি, ম্যাট কুনেমান, শন অ্যাবট।