শ্রীলঙ্কাকে ৮-০ গোলে হারিয়ে সান্ত্বনার জয় বাংলাদেশের মেয়েদের

New-Project-79-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ওমানের মাসকাটে অনুষ্ঠিত জুনিয়র মহিলা এশিয়া কাপে নবম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ৮-০ গোলে হারিয়ে টেবিলের নয় নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।

গ্রুপ পর্বের চারটি ম্যাচই হেরেছে বাংলাদেশ নারী দল। চার ম্যাচে ৪০ গোল হজমের বিপরীতে বাংলাদেশ করেছিল মাত্র দুটি। চার ম্যাচই হারায় বাংলাদেশকে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে শনিবার সকালে শ্রীলঙ্কাকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ মাত্র একটি গোল পায়। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করলে ৩-০ ব্যবধান নিয়ে বিরতিতে য়ায় দু’দল। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে আরও ২ গোল করে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে সবচেয়ে বেশি সংখ্যক তিন গোল করায় ৮-০ গোলের জয় নিয়ে টার্ফ ছাড়ে বাংলাদেশ। একাধিক গোলের পাশাশি সতীর্থদের গোলে সহায়তা করায় আইরিন রিয়া ম্যাচসেরা হয়েছেন।

বাংলাদেশ নারী হকি দল প্রথমবার মহিলা জুনিয়র এশিয়া কাপ খেলল এবার। জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপ খেলার সুযোগ পায়। ওমানের জুনিয়র নারী এশিয়া কাপ থেকে চারটি দল জুনিয়র নারী বিশ্বকাপ খেলবে।

Leave a Reply

scroll to top