গাজীপুরের শ্রীপুরে শীতের আগমনে লেপ-তোষকের চাহিদা বেড়েছে। ক্রমবর্ধমান ঠান্ডা অনুভূতির কারণে স্থানীয় বাসিন্দারা গরম রাখার জন্য লেপ-তোষক কিনতে আগ্রহী হচ্ছেন। তবে গত বছরের তুলনায় এ বছর খানিকটা দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন ক্রেতারা, অপরদিকে কারিগরদের বেতন ও তুলার দাম বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, লেপ-তোষকের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন মানের ও দামের লেপ-তোষক পাওয়া যাচ্ছে এই দোকানগুলোতে। দোকানিরা জানিয়েছেন, শীতের শুরুতেই চাহিদা বেড়েছে এবং আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
একজন ক্রেতা বলেন, “শীত এখন অনেক বেশি অনুভূত হচ্ছে, তাই পরিবারের সবার জন্য নতুন লেপ-তোষক কিনতে এসেছি।” আরেকজন ক্রেতা বলেন, “গত বছরের তুলনায় এবার লেপ-তোষকের দাম কিছুটা বেড়েছে, তবে শীতের কষ্ট কাটাতে এটা কিনতে বাধ্য হচ্ছি।”
একজন লেপ-তোষক ব্যবসায়ী বলেন, “শীতের শুরুতেই ব্যবসা ভালো যাচ্ছে। আশা করি আগামী দিনগুলোতে আরো ভালো ব্যবসা হবে।” আরেকজন ব্যবসায়ী বলেন, “ক্রেতাদের চাহিদা মেটাতে আমরা বিভিন্ন ধরনের লেপ-তোষক মজুত করে রেখেছি।”
বিভিন্ন ধরনের লেপ-তোষক: বাজারে বিভিন্ন ধরনের লেপ-তোষক পাওয়া যাচ্ছে, যেমন- কার্পাসের লেপ, পলিয়েস্টারের লেপ, উলের লেপ ইত্যাদি। দামও বিভিন্ন। সাধারণত কার্পাসের লেপ বেশি জনপ্রিয়।