বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার গ্রামে দুই শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় আনুষ্ঠানিক ভাবে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আগামীদিন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে, তবে দেশ একটি সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ সকলের প্রচেষ্টায় গড়ে তুলতে হবে। আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করেবেন।
তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহফুজ সরকারের সঞ্চালনায় নূরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদ সরকার, উপজেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম নয়ন, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল সরকার প্রমুখ।