শ্রীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগের সহ-সভাপতিসহ ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

New-Project-39-2.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগের সহ-সভাপতিসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিলন আহমেদ, এছাড়া কাওরাইদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিম উদ্দিন (মৃত আলফাজ উদ্দিনের সন্তান) এবং তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আওয়ামী লীগ কর্মী মেহেদী হাসান বাপ্পি (আয়নাল হকের সন্তান), টেংরা (দক্ষিণ পাড়া) গ্রামের স্বপন শাজাহান, সে ৬ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি এবং নুরুল ইসলামের সন্তান, উজিলাব গ্রামের আহমদ হোসেন মোল্লা (আব্দুল মান্নান মোল্লার সন্তান), মাটিয়াগাড়া গ্রামের মজিবুর রহমান (আব্দুর রশিদ সিদ্দিকের সন্তান) এবং বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী সজিব (শহিদুল্লাহর সন্তান), লাকচতল গ্রামের আবু ইউসুফ, সে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মৃত হাফিজ উদ্দিনের সন্তান, গোসিংগা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আল মামুন (বাউনী গ্রামের, মৃত হাফিজ উদ্দিনের সন্তান) ও মাওনা ইউনিয়নের বেতজুরি গ্রামের মোয়াজ্জেম হোসেন (আব্দুল মান্নানের সন্তান) এ অভিযানে আটক হন।

সম্প্রতি শ্রীপুরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দখলদারিত্বের ঘটনা বাড়তে থাকে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা নজরদারি চালিয়ে অপরাধীদের শনাক্ত করে। এরপর শনিবার রাতে পুলিশের বিশেষ বাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

scroll to top