শ্বাসরুদ্ধকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারাল বাংলাদেশ

New-Project-96-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

১৬ই ডিসেম্বরের সকালে দেশের মানুষের উৎসবের উপলক্ষ্যটা আরেকটু চওড়া হলো বাংলাদেশ জাতীয় দলের। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে লাল সবুজের দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

সোমবার ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৪৭ রান করে লিটন দাসের দল। রান তাড়ায় শেষ ওভারে ১৪০ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা।

বার বার রং বদলানো ম্যাচে শেখ মাহেদির দুর্দান্ত বোলিংয়ে ৬১ রানে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট তুলে নিয়েছিলো বাংলাদেশ। মনে হচ্ছিলো আসতে যাচ্ছে অনায়াসে জয়। এরপর বদলে যায় ম্যাচের ছবি, বিধ্বংসী ব্যাটিংয়ে খাদের কিনার থেকে দলকে টেনে তুলে উল্টো ওয়েস্ট ইন্ডিজের জেতার সম্ভাবনা বাড়িয়ে দেন রভম্যান পাওয়েল।

রোভমান পাওয়েল ও রোমারিও শেফার্ড ১৪ থেকে ১৬, এই তিন ওভারের মধ্যে ৫০ রান তুলে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের নাগালে নিয়ে গিয়েছিলেন।তবে শেষ ওভারে আবার ঘুরে যায় মোড়। ক্যারিবীয়দের ১৪০ রানে থামিয়ে বাংলাদেশ ম্যাচ জিতে নিল ৭ রানে। সেই সঙ্গে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

বাংলাদেশের হয়ে মাত্র ১৩ রান দিয়ে ৪ ওভারে চার উইকেট নিয়েছেন শেখ মাহেদি। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ নিয়েছেন দুটি করে উইকেট। তানজিম সাকিব ও রিশাদ হোসেন নিয়েছেন একটি করে।

ম্যাচ সেরা হয়েছেন চার উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ২৪ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলা শেখ মাহেদি।

Leave a Reply

scroll to top