মধ্যপ্রাচ্যের মরুর দেশ সৌদি আরবে বিরাজ করছে বিরল আবহাওয়া। গত ১৯ ডিসেম্বরে দেশটির উত্তরের আল জউফ অঞ্চলের আল-কুরায়াতে তাপমাত্রা নেমেছে শূন্য ডিগ্রির নিচে। এরমধ্যে দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এবার শীতে উত্তরাঞ্চলে তাপমাত্রার পারদ নামতে পারে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এই শৈতপ্রবাহ দেশের উত্তরাঞ্চলকে বেশি প্রভাবিত করবে। এরমধ্যে তাবুক, আল জৌফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত, হাইল এবং মদিনার কিছু অংশে তীব্র ঠাণ্ডা অনুভূত হবে। যা আগামী ৩ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হবে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, তাপমাত্রা মাইনাস ডিগ্রির ফলে তাবুকের পাহাড়ি অঞ্চল- বিশেষ করে জাবাল আল-লাজ, আল-কুলান এবং আল-দাহারে তুষারপাত হতে পারে।