শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। আজ বুধবার দ্বিতীয় দিনের ভর্তি কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে প্রথম ধাপের ভর্তি কার্যক্রম সমাপ্ত হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ সেশনের বিজ্ঞান ইউনিটের প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শুরু হয় ১৫ এপ্রিল। এদিন সকাল দশটা টা থেকে দুপুর এক ঘটিকা অবধি ১ থেকে ২৫০ পর্যন্ত মেধাক্রমে উত্তীর্ণ শিক্ষার্থীরা এবং দুপুর দুইটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ২৫১ থেকে ৫০০ সিরিয়াল পর্যন্ত মেধাক্রমে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করে। ১৬ এপ্রিল পুনরায় সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত ৫০১ সিরিয়াল থেকে ৭৫০ সিরিয়াল পর্যন্ত মেধাক্রমে উত্তীর্ণ শিক্ষার্থীরা এবং দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ৭৫১ থেকে ৯৫৫ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রমের অংশগ্রহণ করে। এর মধ্য দিয়ে শেষ হলো বিজ্ঞান ইউনিটে উত্তীর্ণ ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম।
এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকগনও উপস্থিত ছিল। বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত সোশ্যাল সাইন্স বিল্ডিং এ এই ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি কার্যক্রম আগামী ২২ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।