শেখ হাসিনাকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে, তাই তার পদত্যাগপত্রের কোন ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ এ দাবি করেন।
তিনি লিখেছেন, ‘হাসিনাকে উৎখাত করা হয়েছে; একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই।’
পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর অপর এক ভিডিও বার্তায় হাসনাত বলেন, ফ্যাসিস্ট খুনির যেই সংবিধান রয়েছে সেই সংবিধানের রাষ্ট্রপতি বলেছেন যে খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিছে। তার কাছে কোন বিবৃতি দেয়নি। ৫ আগস্টের পরবর্তী সময়ে আমরা পৃথক হয়ে গিয়েছি যার কারণে ফ্যাসিস্ট সরকার আবার তাদের পূর্নবাসনের ষড়যন্ত্র করছে।”
আওয়ামীলীগের সেই ষড়যন্ত্র এড়াতে আবারো পূর্বের ন্যায় সঙ্গবদ্ধ হয়ে সকলকে দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে আওয়ামীলীগকে স্থায়ীভাবে উৎখাত করতে সবাইকে এক হওয়ার আহবান জানিয়েছেন হাসনাত।