শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই: রাষ্ট্রপতি

New-Project-12-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

গত ৫ আগস্ট ছাত্রআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও পরবর্তী সময়ে হাসিনা পত্র সজিব ওয়াজেদ জয় জানিয়েছেন তা মা পদত্যাগ করেননি। এখনও আইনমতে হাসিনাই দেশের প্রধানমন্ত্রী বলে দাবিও করেছেন তিনি। এর মাঝেই নতুন তথ্য প্রকাশ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই বলে জানিয়েছেন তিনি।

মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে দেয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কোথাও কোনো খবর নেই। এক পর্যায়ে শুনলাম, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। আমাকে কিছুই বলে গেলেন না।’

রাষ্ট্রপতি বলেন, ‘(পদত্যাগপত্র সংগ্রহ করার) বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি।’

Leave a Reply

scroll to top