শুরু হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন

New-Project-83.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

শুরু হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোন বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এরই মধ্যে নির্বাচনে ২১টি পদের মধ্যে চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী রয়েছেন। এবারের ভোটার সংখ্যা এক হাজার ৭৪৬ জন।

এর আগে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)।   এজিএমের শুরুতে গত এক বছরে প্রয়াত সদস্যদের জন্য শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এ সময় তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পর তুলে ধরা হয় ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন।

Leave a Reply

scroll to top