শুভ জন্মদিন বাংলাদেশের সেরা অভিনেত্রী: পূর্ণিমা

New-Project-52-2.jpg
নিজস্ব প্রতিবেদক

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ক্যারিয়ার বাংলা সিনেমাপ্রেমীদের অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। প্রশংসিত হয়েছেন দর্শকমহলে। আর অনবদ্য অভিনয়গুণে শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে।

ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে নিমিষেই বদলে গেছে শাবনূরের ক্যারিয়ার। কিন্তু অভিনয় দক্ষতায় ইতিহাস গড়া শাবনূরকে এখনও ‘আইডল’ মানেন বর্তমান সময়ের অনেক নায়িকাই। ৪৬তম জন্মদিনেও প্রিয় নায়িকাকে স্মরণ করছেন শাবনূরভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তারা।

এ দিন জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কাজ, ব্যক্তিগত জীবনসহ নানান বিষয় নিয়ে কথা বলেন শাবনূর। সংসার জীবন নিয়ে চিত্রনায়িকা বলেন, আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই। বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যে কোনো নারীর জন্য ভয়ংকর অভিজ্ঞতা, যে কারণেই বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে। একমাত্র পুত্র আইজানের জন্যই ভবিষ্যতে আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিশেষ এই দিনটি উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং ইন্ডাস্ট্রির অনেক সহকর্মী। আর সহকর্মীদের মধ্যে একজন চিত্রনায়িকা পূর্ণিমা। এ নায়িকা সোশ্যাল মিডিয়া ফেসবুকে অ্যাকাউন্টে শাবনূরের সঙ্গে তিনটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশের সেরা অভিনেত্রী। আপনার অবিশ্বাস্য প্রতিভা, উৎসর্জন ও অনুপ্রেরণাদায়ক কর্মক্ষমতা লাখ লাখ মানুষের জন্য আনন্দ ও গর্ব নিয়ে এসেছে। সবসময় সুখী ও ঊজ্জ্বল থাকুন।

Leave a Reply

scroll to top