রাত ৩ টা বাজে। হলের সবাই সাহরী খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করেই প্রক্টর স্যারের উপস্থিতি! নাহ, আজ কোনো সিরিয়াস কাজের জন্য এত রাতে স্যার আসেনি। আজ এসেছে হলে থাকা সন্তানতূল্য ছাত্রদের সাথে একসাথে সাহরী করার জন্য। ছাত্ররাও অবাক! হঠাৎ এতরাতে স্যার! এমনই ঘটনা ঘটেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে।
বৃহস্পতিবার রাত ৩ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ডাইনিং এ ছাত্রদের সাথে সাহসী করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রভোস্ট মহোদয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুখলেসুর রহমান। এসময় শিক্ষার্থীদের সাথে গল্প ও আড্ডায় মগ্ন হন তিনি। শিক্ষার্থীরাও হঠাৎ স্যারের উপস্থিতি তে আশ্চর্য বোধ করে এবং আড্ডা ও গল্পের মাধ্যমে আনন্দিত হয়।
শিক্ষার্থীরা বলেন, ” এত রাতে স্যার আমাদের ডাইনিং এসেছে এজন্য প্রথমে আমরা কিছুটা অবাক হই। আমরা ভেবেছিলাম স্যার হয়তো কোনো সিরিয়াস বিষয়ে এখানে এসেছে। আমরা ভেবেছিলাম ক্যাম্পাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে যার কারণে স্যার এসেছে। কিন্তু পরে দেখও স্যার আমাদের সাথে একসাথে সাহরী করার জন্য এখানে এসেছে। তারপর স্যার আমাদের খোঁজ খবর নিলেন এবং আমাদের সাথে অনেক্ক্ষণ আড্ডা দিয়ে সময় কাটালেন। স্যার কে পেয়ে আমরা খুবই খুশি।
এবিষয়ে প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান বলেন, ” ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থী ছুটি তে বাড়িতে চলে গেছে। আবাসিক হলে অল্প কিছু শিক্ষার্থী আছে যারা এখনো বাড়িতে যায় নি। তাদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। তাদের কোনো অসুবিধা আছে কিনা এবং সার্বিক পরিস্থিতি দেখতে এসেছি। ওদের সাথে একসাথে সাহরী করে আমার কাছেও খুব ভা