শিক্ষার্থীদের জন্য ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রামের উদ্যোগ জাবি ছাত্রদলের

New-Project-2-6.jpg
জাবি প্রতিনিধি

“সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা” এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল সাধারণ শিক্ষার্থীর জন্য বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাবি শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অফিসিয়াল পেজে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ছাত্রদলের এই কর্মসূচির আওতায় থাকছে উন্নত মানের টেস্ট কিট দিয়ে ফ্রি হেপাটাইটিস বি স্ক্রিনিং,স্ক্রিনিংয়ে পজিটিভ না থাকলে ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদান।তাদের এই টিকাদান কর্মসূচি আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার ২৬ নম্বর দফা ‘সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা’ বাস্তবায়নের জন্য দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত সকল শিক্ষার্থীর জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের হেপাটাইটিস বি সম্পর্কে সচেতন করা এবং তাদের জন্য ভ্যাকসিন নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য। এই কর্মসূচির আওতায় আমরা বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীর জন্য উন্নতমানের টেস্ট কিটের মাধ্যমে হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং ভ্যাকসিন নিশ্চিত করব।”

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব অসীম আহমেদ অনিক বলেন, “হেপাটাইটিস বি একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা লিভারের দীর্ঘমেয়াদি ক্ষতি, এমনকি ক্যান্সারের কারণ হতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এখনো অনেক শিক্ষার্থী এই রোগ সম্পর্কে সচেতন নয় এবং সময়মতো ভ্যাকসিন নিতে পারে না। এই বাস্তবতাকে সামনে রেখে আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদল-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি বিনামূল্যের হেপাটাইটিস বি স্ক্রিনিং ও ভ্যাকসিনেশন প্রোগ্রাম হাতে নিয়েছে।

আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো—‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা। উন্নতমানের টেস্ট কিট দিয়ে ফ্রি স্ক্রিনিং করা হবে এবং প্রযোজ্যদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে।”

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরন বলেন,“জননেতা তারেক রহমানের নির্দেশনায় এবং ছাত্রদলের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম বাস্তবায়ন করতে পেরে আমরা গর্বিত। এই কর্মসূচি সকল শিক্ষার্থীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি—আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং সুস্থ থাকুন।”

জাবি ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ২৬তম দফায় সবার জন্য স্বাস্থ্যসেবা ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থার কথা বলা হয়েছে। এতে প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পর্যাপ্ত প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করেছে।

Leave a Reply

scroll to top