শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১লা রমজান “স্টুডেন্ট এইড সাস্ট” নামক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রায় ১২০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
গতবছর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক ইফতার মাহফিলের জন্য বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে টাকা না দেয়ার প্রতিবাদে এই সংগঠন প্রথম আনুষ্ঠানিকভাবে ইফতার মাহফিলের আয়োজন করে। তারপর একে একে অনেক সংগঠন নিজেদের অর্থায়নে ক্যাম্পাসে ইফতার মাহফিলের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এবারও প্রথম রমজানে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে বিশাল আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এবিষয়ে জানতে চাইলে স্টুডেন্ট এইড সাস্টের সভাপতি শাকিল আহমেদ বলেন, ” আমাদের টার্গেট ছিলো ১০০০ মানুষের আয়োজন করা। কিন্তু স্টুডেন্টদের আগ্রহের ভিত্তিতে আমরা ১২০০ শিক্ষার্থীদের নিয়ে সুন্দরভাবে ইফতার মাহফিল সম্পন্ন করি। এর মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব এবং একতা গড়ে উঠবে। ”
ইফতার মাহফিলে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের অনুভুতি জানতে চাওয়া হলে শিক্ষার্থীরা জানান, আমাদের ক্যাম্পাসে এরকম আয়োজন সত্যিই প্রশংসনীয়। এই আয়োজনের মাধ্যমে আমরা সারাদিনের রোজা রেখে একসাথে একটা উৎসব মুখর পরিবেশে ইফতার করার সুযোগ পাই। তাছাড়া আমরা একসাথে দোয়ার মাধ্যমে দেশ এবং জাতির মঙ্গল কামনা করি।
সরেজমিনে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের ইফতার আয়োজন উপলক্ষে সংগঠনের উদ্যোগে গরু কেনা হয়। তারপর সেই গরু নিয়ে মিছিল করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সবাই কে ইফতার মাহফিলের দাওয়াত দেয়া হয়।
ইফতার অনুষ্ঠানে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা আসে এবং অংশগ্রহণ করে। তাছাড়া ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন বাসাবাড়ি বা মেসে অবস্থানরত শিক্ষার্থীরাও উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করে। ইফতার শুরুর পূর্বে বিভিন্ন ইসলামি আলোচনা করা হয় এবং সংক্ষিপ্ত মুনাজাত করে দেশ এবং জাতির জন্য দোয়া করা হয়