শাবিপ্রবির ভর্তি ফি কমলো ৩ হাজার একশ টাকা!

New-Project-37.jpg

শাবিপ্রবির ভর্তি ফি কমলো ৩ হাজার একশ টাকা!

২৪ ঘণ্টা বাংলাদেশ

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি ফি কমলো ৩হাজার একশত টাকা। পূর্ব নির্ধারিত ভর্তি ফি ১৮ হাজার থেকে কমিয়ে এখন ১৪ হাজার ৯শত টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) এক জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে তীব্র সমালোচনার সৃষ্টি হয় ক্যাম্পাস জুড়ে। বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়। ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভও করেন শিক্ষার্থীরা। এসময় তারা আলটিমেটাম দেন যে যদি ভর্তি কমানো না হয় তাহলে রেজিস্ট্রেশন বিল্ডিং এ তালা ঝুলিয়ে দেয়া হবে। গতকাল ভর্তি ফি কমানোর বিষয়ে উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান করে শিক্ষার্থীরা।

ফলে আজ জরুরি একাডেমিক কাউন্সিলে ভর্তি ফি কমানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে। এসময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ সোসাল সাইন্স একাডেমিক বিল্ডিং এ উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

scroll to top