শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণ ইফতারের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় ২২০০ মানুষের জন্য ইফতার আয়োজন করা হয়। এতে ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীসহ সবাই একত্রে ইফতার করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয় গত সপ্তাহে। কমিটি ঘোষণার পর এটাই তাদের প্রথম কোনো বৃহৎ আয়োজন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. এম সারওয়ার উদ্দিন চৌধূরী,উপ-উপাচার্য ড. সাজেদুল করিম, কোষাধ্যাক্ষ ইসমাইল হোসেন সহ শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপাচার্য তার বক্তব্যে এমন আয়োজনের প্রসংশা করেন। ইফতার অনুষ্ঠান শুরুর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য রাখেন। এসময় বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ” বিগত সরকার থাকতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইফতার মাহফিল অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতো। এরই প্রতিবাদে প্রত্যেক ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে গণ ইফতার কর্মসূচী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শাবিপ্রবি তেও আমরা এই গণ ইফতার অনুষ্ঠানের আয়োজন করি। আমরা আশা করি প্রতিবছরই এইরকম আয়োজন করতে পারবো। ”
উল্লেখ্য গণ ইফতারকে কেন্দ্র করে গরু জবাই করা হয় এবং ক্যাম্পাসের বিভিন্ন গ্রুপে শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দাওয়াত করা হয়।