শহীদ রফিক-জব্বার হলে জাবি ছাত্রদলের ইফতার

New-Project-6-3.jpg

শহীদ রফিক জব্বার হলে জাবি ছাত্রদলের ইফতার

জাবি প্রতিনিধি

রমজানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন বিভাগ, ব্যাচ, জেলা সংগঠন, সামাজিক, রাজনৈতিক সংগঠনগুলো দলবদ্ধ ইফতার আয়োজন ভিন্নরকম এক আমেজ সৃষ্টি করে। বড় পরিসরে আয়োজিত গণইফতারও চোখে পড়ার মতো। মিলেমিশে এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন।

এই সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন ছড়িয়ে দিতে জাবি শাখা ছাত্রদলও ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে। তারা পর্যায়ক্রমে ক্যাম্পাসের প্রতিটি হলে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ইফতার ও দোয়া মাহফিল’ শিরোনামে আয়োজন করছে হচ্ছে ইফতার ও দোয়া মাহফিল।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১৭ মার্চ) ১৬তম রমজানে জাবির শহীদ রফিক জব্বার হল শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয় এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ ইফতার মাহফিলে অংশ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, শহীদ রফিক জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুর সাত্তার জয়, শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবীব হিরণ, মশিউর রহমান রোজেন, রাশিদুল ইসলাম রোমান সহ শাখা ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মী এবং প্রায় ১০০০ জন আবাসিক শিক্ষার্থী।

সরেজমিনে দেখা যায়, সূর্য ডোবার পর মাগরিবের আল্লাহু আকবার আজানের ধ্বনির সঙ্গে ভ্রাতৃত্বের আবহে পরিণত হয় হল প্রাঙ্গন। একসঙ্গে পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও দলের নেতাকর্মীরা ইফতার করেন। বাদ পরেনি সুবিধাবঞ্চিত শিশু ও অসহায়রা। তাদের মাঝেও পৌঁছে দেওয়া হয় ইফতার।

জাবিতে অনুষ্ঠিত হওয়া ইফতার এখন শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠানই নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। তাইতো এই আয়োজনে অংশ নিয়েছিলো অমুসলিম শিক্ষার্থীরাও। রমজানের এই ইফতার পরিণত হয়েছে মুসলিম ও অমুসলিমদের মধ্যে সৌহার্দ্য আর সহাবস্থানের অনন্য প্রতীক হয়ে। একসঙ্গে ইফতার তাঁদের উৎফুল্ল করে তোলে। পবিত্র মাহে রমজানের ১৬ তম দিনে ছাত্রদলের আয়োজিত এই ইফতারিতে দেখা গেছে এমন ভ্রাতৃত্ব-সম্প্রীতির মেলবন্ধন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের অন্যতম সদস্য সাজ্জাদ হোসেন স্বাধীন বলেন, “ছাত্রদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রকল্যাণমূলক কাজ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, তারই ধারাবাহিকতায় আজ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে শহীদ রফিক জব্বার হল ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষার্থীদের নিয়ে গণ ইফতার আয়োজন করেছে। আজকের ইফতারে আমরা শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করছি, আমাদের প্রত্যাশার চেয়ে অংশগ্রহণ ছিলো অনেক বেশি।

এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিটি হলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই ইফতার মাহফিল আয়োজন করছে। ইতিমধ্যে ৯ টি হলে আমরা সুষ্ঠভাবে ইফতার মাহফিল আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় শহীদ রফিক জব্বার হলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করেছি। সকলের অংশগ্রহণে হলটির ইফতার অনুষ্ঠান সফল হয়েছে।

শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “পতিত স্বৈরাচার আমলে সাধারণ শিক্ষার্থীরা পবিত্র রমজান মাসে মিলেমিশে আনন্দঘন পরিবেশে ইফতারের সুযোগ থেকে বঞ্চিত ছিল। সেই জায়গা থেকে বেরিয়ে এসে হলের সিনিয়র-জুনিয়রদের সঙ্গে বসে ইফতার করার ফলে শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে। জাবি ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে ইতিবাচক রাজনীতি ধারা তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Leave a Reply

scroll to top