মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রাত ১২ টা ২ মিনিটে রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বার একুশে বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন মো. সাহাবুদ্দিন। রাত ১২ টা ১২ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শহিদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ফুল দেওয়ার পর প্রধান বিচারপতি, সরকারের অন্যান্য উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, ঢাবি উপাচার্যসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদ মিনার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
পরে বিদেশি কূটনীতিক, উপদেষ্টা পরিষদের সদস্য, ভাষাসৈনিক, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানান। এরপর শহীদ মিনার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়।
দিবসটিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজপথ ও দেয়াল রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলা হয়েছে । চারুকলার শিক্ষার্থীরা রাত-দিন খেটে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন প্রতিবাদের নানান ভাষা। শহীদ মিনারের বেদি, কালো রাজপথ, দেওয়াল হেসে উঠছে বর্ণিল আল্পনায়।
২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৪০ মিনিটে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড় প্রবেশপথ খুলে দেওয়া হয়। এরপর থেকেই শহীদ মিনারে নামে মানুষের ঢল।
সব শ্রেণি-পেশার মানুষ দীর্ঘ লাইনে আনন্দের সাথে অপেক্ষা করেছেন । শিশু থেকে বৃদ্ধ সবার কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান শোনা যাচ্ছে।
১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে নিতে শিখিয়েছে। ধানমন্ডি থেকে আসা রওফুন আক্তার বলেন, বাংলা আমার ভাষা। বাংলা আমার মায়ের মুখের ভাষা। আমি বাংলা ভাষায় কথা বলতে গর্ববোধ করি। ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের প্রতি জানাই শ্রদ্ধা।