শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগর উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ০৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন, জিয়ানগর উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ৪নং ইন্দুরকানি সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, ৩নং বালিপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাবুল তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খান মো: নাসির উদ্দিন, সেক্রেটারি মনিরুজ্জামান খান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন,উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব সহ বিভিন্ন সরকারি ও বেসরকারী দপ্তরের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, ছড়া, চিত্রাংকন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে উপজেলা নির্বাহী অফিসার পুরস্কার তুলে দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আজকের এই দিনে সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউল সহ যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি, তাদের কে আমরা আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ রাখবো। তাদের রক্তের ঋণ কখনোই শোধ হবার নয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাষা শহীদদের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, তারা যাতে বিব্রত না হয়। যাদের আত্মত্যাগের বিনিময় আমরা বাংলা ভাষা পেয়েছি, তাদের রুহের মাগফেরাত কামনা সহ তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ও বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে, ভাষা শহীদদের কথা এ জাতি ততদিন শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে।