বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ উৎসর্গকারী রংপুর ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’- এর অন্যতম সমন্বয়ক শহীদ আবু সাঈদের সমাধি জিয়ারত করেছেন ‘চেতনায় বাংলাদেশ’ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগর।
সোমবার (০৬ জানুয়ারি) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত শেষে তার সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সভাপতি মাহফুজ কবির মুক্তা, ‘চেতনায় বাংলাদেশ’ সংগঠনের ভাটারা থানা শাখার সভাপতি আব্দুর রহিম সবুজ, যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি শেখ রাহুল, আদাবর থানা শাখার সাধারণ সম্পাদক শিহাব শারার খান, বগুড়া জেলা বিএনপি’র ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল প্রমুখ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের নেতাকর্মীরা সমাধি জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের কথা শোনেন।