বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লাহোর কালান্দার্সকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স। শুক্রবার গায়ানার প্রেসিডেন্সি স্টেডিংয়ামে লাহোরকে ২৩ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। শেষ ম্যাচে গায়ানাকে হারানোর পর এটি রংপুরের দ্বিতীয় জয়।
টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল রংপুর রাইডার্স। কিন্তু বৃষ্টির বাধায় ৯ ওভারের বেশি ব্যাটিং করতে পারেনি তারা। এর মধ্যেই অবশ্য ঝোড়ো ব্যাটিং করেন সৌম্য সরকার আর সাইফ হাসান। ১৩ বলে ৩ চার আর ১ ছক্কায় করেন ২২ করে সাজঘরে ফেরেন সৌম্য। এরপর ঝড় তোলেন সাইফ হাসান। ১৪ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৭ রানে অপরাজিত থাকেন তিনি। সেই তুলনায় ওপেনার স্টিভেন টেইলর ছিলেন অনেকটাই ধীরগতির। ২৭ বলে অপরাজিত ৩২ রান করেন তিনি।
৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রানের পুঁজি পায় রংপুর। বৃষ্টি আইনে লাহোরের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১১ রানের। তবে শেখ মেহেদির তোপে ১৪ রানে ৪ উইকেট হারিয়ে বলতে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে লাহোর। এর মধ্যে ৩টি উইকেট মেহেদির, রানআউটও করেন তিনি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৮৭ রানে থামে লাহোরের ইনিংস। ম্যাচ সেরার পুরষ্কার উঠে শেখ মেহেদির হাতে।