আলোচিত গণজাগরণ মন্ঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১২ মার্চ) ইনকিলাব মন্ঞ্চের ব্যানারে আয়োজিত গোল চত্বরে প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করেন। শাহপরান হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোল চত্বরে এসে জমা হয়। এসময় তারা সংক্ষিপ্ত বক্তব্য পেশ করে তাদের দাবির বিষয়গুলো তুলে ধরেন।
সমাজকল্যাণ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আজাদ সিকদার বলেন, ২০১৩ সালে শাহবাগের গণজাগরণ মঞ্চের নামে ফ্যাসিবাদী শক্তি কে প্রশয় দিয়েছিলো এই লাকি আক্তার এবং তার সহযোগীরা। তাদের কারণে স্বৈরাচার হাসিনা ক্ষমতায় বসে নানা অপকর্ম করার সুযোগ পেয়েছিলো। তারা ২০২৫ এ আবার সেই পতিত পরাজিত শক্তি কে ফিরিয়ে আনার ঘৃণ্য নকশা করার চেষ্টা করতেছে। আমরা আর তাদের সেই সুযোগ দিবো না। ফ্যাসিবাদী প্রশ্নে আমরা সকল দল মত ছাত্র জনতা এক হয়ে লড়াই করবো। আমরা অবিলম্বে লাকি আক্তার এবং তার দোসরদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমান বলেন, এই শাহবাগীরা সবসময় জনগণের ইচ্ছের বিরুদ্ধে কাজ করেছে। তারা স্বৈরাচার কে খুশি রাখতে জনগণের কোনো মতামত কে পরোয়া করেনি। তারা এখন আবার নতুন নাটক করার চেষ্টা করছে। তাদের মনে রাখতে হবে এটা ২০১৩ নয়, এটা ২০২৫। এদের বিরুদ্ধে আমরা দাঁতভাঙা জবাব দিবো।
এসময় তারা ” ল তে লাকি, হাসিনার দোসর”, “শাহবাগী শাহবাগী, গোসল কর, গোসল কর”, “শাহবাগীদের চামড়া, তুলে নিবো আমরা” ইত্যাদি স্লোগান দিতে থাকে।