লাইফ সাপোর্টে আছেন বাংলা সিনেমার একসময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা অঞ্জনা রহমান। বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘দস্যু বনহুর’ দিয়ে তাঁর শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন
নিশাত মণি জানান, তার মায়ের অবস্থা ভালো নয়, খুব সংকটাপন্ন। কিন্তু গত কয়েকদিন চিকিৎসা দিলেও এখনও সুস্থ হননি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে। গত এক সপ্তাহ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি।
অঞ্জনার ছেলে নিশাত রহমান মনি খবরটি গণমাধ্যমে নিশ্চিত করে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।