যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লসঅ্যাঞ্জেলসে নতুন করে শুরু হয়েছে দাবানল। তীব্র বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে অন্তত ২১ বর্গকিলোমিটার এলাকার গাছপালা ও ঝোপঝাড় পুড়ে গেছে।অবশেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি বড় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন দেশটির অগ্নিনির্বাপণকর্মীরা।
অঙ্গরাজ্যটিতে গত কয়েক দিন ধরে চলা প্রচণ্ড এই বাতাস কমে আসায় গতকাল শুক্রবার আগুন নিয়ন্ত্রণ আসতে শুরু করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার একসঙ্গে ছয়টি দাবানল শুরু হয়। এতে লস অ্যাঞ্জেলসের আশপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে। কমপক্ষে ১০ জন নিহত এবং প্রায় ১০ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে।
এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম আগুনে বিধ্বস্ত অঞ্চলের জন্য ২.৫ বিলিয়ন ডলারের ত্রাণ প্যাকেজে স্বাক্ষর করেছেন। নতুন দাবানলটি দ্রুত গ্রাস করে শহরটির উত্তরাঞ্চলকে। আগুনের ভয়াবহতায় জারি করা হয় রেড ফ্ল্যাগ সতর্কতা। সেইসঙ্গে অর্ধলক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ৫০ মাইল উত্তরে হিউজ ফায়ার নামে পরিচিত এই আগুন অঞ্চলটির দমকল বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে এলাকাটি। হিউজ অগ্নিকাণ্ড দ্রুত প্রায় ১০ হাজার ১৭৬ একর (৪১ বর্গকিলোমিটার) পুড়িয়ে ফেলে। কিন্তু এরপর সারা দিন ধরে আগুন কিছুটা স্থিতিশীল ছিল।
৪ হাজার দমকলকর্মী পানি, আগুন প্রতিরোধক, নানা সরঞ্জাম এবং পাইপ ব্যবহার করে আগুন আরো ছড়িয়ে পরা রোধ করতে সক্ষম হয়। ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ (ক্যাল ফায়ার) তাদের ওয়েবসাইটে জানিয়েছেন, আগের দিনের ১৪ শতাংশ আগুন থেকে ২৪ শতাংশ বেড়েছে তবে, সেটা নিয়ন্ত্রণে রয়েছে।