লস অ্যাঞ্জেলেসের দাবানলে বন্ধু হারালেন অভিনেত্রী গার্নার

New-Project-60.jpg
নিজস্ব প্রতিবেদক

ক্যালিফোর্নিয়ায় দাবানলে অভিনেত্রী জেনিফার গার্নার তার একজন বন্ধুকে হারিয়েছেন।জেনিফার বলেন, “আমি একজন বন্ধুকে হারিয়েছি, যে সময়মতো বের হয়ে আসতে পারেনি।”“আমার বন্ধুদের জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি ১০০টি পরিবারের কথা ভাবতে পারি এবং পাঁচ হাজার বাড়িঘর পুড়ে গেছে.আমি কেবল ১০০ জন বন্ধুর একটি তালিকা লিখতে পারি যারা তাদের বাড়িঘর হারিয়েছে,” তিনি বলেন “আমার বাড়ির মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি নিজেকে অপরাধী বোধ করছি। আমি কী করতে পারি? আমি কীভাবে সাহায্য করতে পারি? আমি কী দিতে পারি?

২৫ বছর ধরে প্যালিসেডসে এবং তার আশপাশে বসবাস করে আসা জেনিফার গার্নার সেই এলাকার সম্প্রদায়ের অনুভূতির কথা স্মরণ করেন। সেখানে অনেক বাড়িঘর পুড়ে গেছে, যার মধ্যে একটি গির্জাও রয়েছে। দাউ দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। যেন নরকে পরিণত হয়েছে গোটা শহর। কয়েকটি জায়গায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পরিস্থিতি এখনও ভয়াবহ। দাবানলে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১১ জন।

ইতিহাসের অন্যতম ভয়ানক এ দাবানলে ধ্বংস হয়ে গেছে ১০ হাজারেরও বেশি বাড়িঘর। এখনও বাসিন্দাদের সরানো হচ্ছে নিরাপদ আশ্রয়ে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ রেকর্ড ছাড়াবে।

বিপদের মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়িঘরে লুটপাটও চালাচ্ছে দুর্বৃত্তরা। এরইমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্যাসিফিক প্যালিসেইডস ও ইটনসহ কয়েকটি জায়গায় জারি করা হয়েছে কারফিউ। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড।

Leave a Reply

scroll to top