লক্ষ্মীপুরে গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস রিফিলের সময় আবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থালেই আবুল কালাম (২৬) ও পরে রুবেল হোসেন (২৮) নামে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুজন।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অন্য একটি বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণ ঘটে ৩ জন নিহত হন।
নিহত রুবেল রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের জমিদারহাট এলাকার চরসীতা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে ও দুর্ঘটনাকবলিত আল মদীনা বাসের চালক ছিলেন। অপর নিহত কালাম লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে ও পেশায় রঙ মিস্ত্রি।
আহতরা হলেন- ওই ফিলিং স্টেশনের কর্মচারী (নজেল ম্যান) আবুল হোসেন ও লক্ষ্মীপুরের শাহাপুর গ্রামের বাসিন্দা নাইম। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের সদর হাসপাতলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।