লংমার্চ নিয়ে আগরতলা স্থলবন্দরের দিকে বিএনপির তিন সংগঠনের যাত্রা

New-Project-56-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

‘বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান অপপ্রচার এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকা’র দাবিতে ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল

বুধবার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে লংমার্চ শুরু হওয়ার কথা ছিল। শুরু হয় সকাল সাড়ে ৯টার দিকে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ৭টার পর থেকে বিএনপির তিন সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন।

সংগঠন তিনটির নেতা-কর্মীদের মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন।

Leave a Reply

scroll to top