রোজার ঈদে জংলি সিনেমা আসছে হুংকার নিয়ে

রোজার ঈদে জংলি সিনেমা
নিজস্ব প্রতিবেদক

মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়াম আহমেদ অভিনীত ‌‌জংলি। এর আগে এই সিনেমার লুকে তাঁকে মুখভর্তি লালচে গোঁফ-দাড়ি আর উসকো-খুসকো চুল দেখে দর্শকরা চমকে উঠেছিলেন। এবার অভিনেতাকে দেখা গেল জংলির নতুন একটি লুকে।
সিয়াম বলেন, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। জংলি  আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, কিন্তু চরিত্রটি বাস্তবসম্মত করতেই প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’

রোজার ঈদে জংলি সিনেমা

এম রাহিম বানাচ্ছেন ‘জংলি’। তিনি এর আগে সিয়ামকে নিয়ে ‘শান’ নামে একটি ছবি বানিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। সিয়ামের সঙ্গে এ ছবিতে রয়েছেন বুবলী এবং দীঘি। আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।
জংলির চরিত্রটি সিয়ামের কাছে বিশেষ। এই চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় সাত মাস চুল-দাড়ি কাটেননি তিনি।
ছবির সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। সংশ্লিষ্টরা জানান, গানে থাকছে আরও চমক। ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ( রোজার ঈদে জংলি সিনেমা )

সিনেমা, নাটক, গান, ওয়েব সিরিজসহ বিনোদন জগতের সব আপডেট পেতে ২৪ ঘণ্টা বাংলাদেশ আপনার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। জনপ্রিয় তারকাদের নতুন সিনেমা, এক্সক্লুসিভ সাক্ষাৎকার, গ্ল্যামার দুনিয়ার ট্রেন্ড এবং বিনোদনের সবচেয়ে আলোচিত খবরগুলো জানতে আমাদের সাথেই থাকুন। এখানে পাবেন বিনোদন জগতের প্রতিটি মুহূর্তের আপডেট, রিভিউ, গসিপ এবং বিশেষ প্রতিবেদন!

Leave a Reply

scroll to top