রেকর্ড ব্যবধানে আয়ারল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা

New-Project-68-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বুধবার (২৭ নভেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে আইরিশ মেয়েদের ১৫৪ রানের ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে শারমিন আক্তার সুপ্তার ৮৯ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ২৫২ রান করে বাংলাদেশ। সুপ্তা সেঞ্চুরি বঞ্চিত হলেও ফিফটি করেছেন ফারজানা হক। ১১০ বলে ৬১ রান আসে ফারজানা হক পিংকির ব্যাটে। ২৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৮.৫ ওভারে ৯৮ রান করতে পারে আইরিশরা।

পেসার মারুফা আক্তার ১৮ রানে পান ২ উইকেট। অফ স্পিনার সুলতানা খাতুন ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার দুজনেই ২৩ রান দিয়ে পান ৩টি করে উইকেট।

Leave a Reply

scroll to top