রীতিমতো ঝড় তুলেছে ‘স্কুইড গেম ২’

5667714f8a3e91f.jpg
নিজস্ব প্রতিবেদক

গত ২৬ ডিসেম্বর ‘স্কুইড গেম ২’ মুক্তির পরপরই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। রীতিমতো ঝড় তুলেছে।

মাত্র ৩ বছর আগেই জীবন-মৃত্যুর এই ‘স্কুইড গেম’দেখে শিহরিত হয়েছিল পুরো দুনিয়া। এবার সেই উত্তেজনা আরও দ্বিগুণ হয়ে ফিরে এসেছে দক্ষিণ কোরিয়ার সারভাইভাল থ্রিলার হরর টেলিভিশন সিরিজ স্কুইড গেমের দ্বিতীয় সিজন।প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং জে। এছাড়া প্রথম সিজনের অনেকেই রয়েছেন দ্বিতীয় সিজনে। সিজনে রয়েছেন আই এম সিওয়ান, কাং হা নেউল, লি জিন উক, পার্ক গিয়ু ইয়ংসহ আরও অনেকেই।

দ্য কোরিয়া টাইমস এক প্রতিবেদনে লিখেছে, মুক্তির এক দিনের ব্যবধানে নেটফ্লিক্সের বৈশ্বিক সিরিজের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘স্কুইড গেম ২’।২০২১ সালের ‘স্কুইড গেম’ মুক্তির পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছিল। এমিসহ বেশ কয়েকটি পুরস্কার বাগিয়েছিল সিরিজটি। একের পর এক রেকর্ড ভেঙেছিল। তিন বছর অপেক্ষার পর সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পেয়েছে।সিজন টু’তে পর্ব রয়েছে ৭ টি, যেখানে প্রথম সিজনে ছিল ৯ টি পর্ব। এবারের সিজনের গল্প সিরিজে একটা ক্লিফ হ্যাংগার রেখেই শেষ করা হয়েছে। ভক্তদের ধারণা সিরিজের গল্প সম্পন্ন হবে সিজন থ্রিতে। গণমাধ্যম থেকে জানা যায়, সিজন থ্রি আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালেই প্রকাশ করা হবে।

প্রথম সিজন যেখানে শেষ হয়েছিল এবারের গল্প সেখানে থেকেই শুরু হয়। সিরিজের প্রধান চরিত্র সেওং গি-হুন স্কুইড গেম জেতার পর তার জীবনের গল্প এগিয়ে চলে। প্রিয় বন্ধুসহ এত মানুষের মৃত্যুর সাক্ষি হওয়ায়, গেমে জেতা ৫৪.৬ বিলিয়ন দক্ষিণ কোরিয়ান ইয়ন( কোরিয়ান মুদ্রা)ও তার মনে শান্তি এনে দিতে পারেনা। তাই নিজের মেয়ের কাছে আমেরিকায় যাওয়ার প্রস্তুতিতে নেয় সে। তবে বিমানবন্দরেই এমন কিছু ঘটে যে কারণে সিদ্ধান্ত বদল করে স্কুইড গেমের ফ্রন্টম্যানকে ধরতে ফিরে যায় সে। ঘটনাক্রমে সে আবার স্কুইড গেমে ফিরে আসে নতুন এক উদ্দেশ্য নিয়ে। নতুন অংশগ্রহণকারীদের সাথে আরেকবার জীবন অথবা মৃত্যুর খেলা শুরু হয়।

Leave a Reply

scroll to top