রিমান্ড শেষে আদালতে সাবেক আইনমন্ত্রী

New-Project-28.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর বাড্ডা থানায় করা স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন হ ত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালত আনা হয়েছে আজ। শনিবার (১৯ অক্টোবর) সকালে আনিসুল হককে আদালতে আনা হয়।

গত ১৪ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হ ত্যা র অভিযোগে করা মামলায় ১০ দিনের রিমান্ডে ছিলেন তিনি।

ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দেয় সব আওয়ামীলীগ নেতারা। তাদের মধ্যে কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেলেও ব্যর্থ হয়েছেন বেশিরভাগ। তাদেরই একজন সাবেক আইনমন্ত্রী। গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়।

Leave a Reply

scroll to top