রিজার্ভের পরিমাণ বাড়ছে

reserve-2412291755.jpg
নিজস্ব প্রতিবেদক

দাতা সংস্থার ঋণ ও অনুদান এবং প্রবাসী আয় বাড়ায় দেশের রিজার্ভের পরিমাণও বাড়ছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ গণনার মান অনুযায়ী ২১ দশ‌মিক ৩৩ বিলিয়ন ডলার রিজার্ভ আছে।
বিষয়টি নি‌শ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।

বিদেশি অনুদান যোগ হয়েছে জানিয়ে তিনি বলেন, রেমিট্যান্স প্রবাহ ভালো, তাই রিজার্ভ বেড়েছে। আইএমএফের বিপিএম-৬ গণনার মান অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন ২১.৩৩ বিলিয়ন ডলার।

প্রসঙ্গত, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করলে, নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

scroll to top