উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। শনিবার (২১ ডিসেম্বর) রাতে এই গায়ক বিনা পারিশ্রমিকে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে মঞ্চ মাতিয়েছেন
যৌথভাবে এ কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম ও স্কাইট্র্যাকার লিমিটেড। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে এই চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে।
মঞ্চে উঠেই বাংলায় বললেন, ‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি।’ আর্মি স্টেডিয়ামের অগণিত দর্শকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গান ধরলেন,‘তু না জানে আস পাস হ্যায় খুদা’সাজনা তেরি বিনা,নিত কেহার মাঙ্গা, ওরে প্রিয়া, তেরি আঁখো কী দড়িয়া কা,তেরে রাশকে কামার’ গানে মাতিয়ে তোলেন দর্শকদের। উপমহাদেশের সংগীত কিংবদন্তি নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত তার জনপ্রিয় বিভিন্ন গজলও পরিবেশনা করেন
রাহাত ফতেহ আলী খানের পাশাপাশি কনসার্টে আরও গান পরিবেশন করেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরেও র্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নান গান পরিবেশন করেন এ কনসার্টে।
কনসার্টে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ অনেকে উপস্থিত ছিলেন। আয়োজনটি উপস্থাপনা করেছেন জুলহাজ জুবায়ের ও দীপ্তি চৌধুরী
সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার রয়েছে। কনসার্টের টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক।
ইতোমধ্যে ঢাকায় এসে পড়েছেন রাহাত ফতেহ আলী খান। একদিন আগেই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট মাতিয়েছেন তিনি। আগামীকাল বিপিএল উদ্বোধনীতে সবচেয়ে বড় আকর্ষণও তিনি।
গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গাইতে কোনো সম্মানী না নিলেও বিপিএলের কনসার্ট থেকে রাহাত ফতেহ আলী বিসিবির কাছ থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদও গণমাধ্যমকে জানিয়েছেন, বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় তিনটি অনুষ্ঠানের জন্য টাইটেল স্পনসর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এ বাবদ বিসিবিকে তারা দেবে ৪ কোটি টাকা, যার প্রায় পুরোটাই যাবে রাহাত ফতেহ আলীর পেছন
ফতেহ আলী খানের ছেলে এবং ওস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের ভাইয়ের ছেলে। পুরাণখ্যাত কাওয়ালি শিল্পী ফতেহ আলী খানের নাতি এই গায়ক। তাই পারিবারিকভাবেই ছোট থেকে গানের সঙ্গে যুক্ত ছিলেন রাহাত ফতেহ আলী খান। শুরুতে তিনি মুসলিম সুফি হিসেবে ভক্তিমূলক গান গাইতেন। এরপর বলিউডের সিনেমাতেও গাইতে শুরু করেন। তার গাওয়া প্রথম বাংলা গান ‘তোমারই নাম লেখা’ এবং গানটি লিখেছে বাংলাদেশি গীতিকার রবিউল আউয়াল। গানটি গেয়ে তিনি বাংলাদেশে বেশ প্রশংসিত হন।