রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারে ছেলেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করলেন বাইডেন

New-Project-15-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

প্রেসিডেন্সি ক্ষমতার প্রয়োগ করে হান্টার বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করলেন মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমা না করার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি জো বাইডেন।

স্থানীয় সময় গতকাল রোববার (১ ডিসেম্বর) বাইডেন এই ক্ষমা ঘোষণা করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, অন্যায়ভাবে এবং সম্পূর্ণ রাজনৈতিক কারণে শাস্তির মুখোমুখি করা হচ্ছিলো হান্টার বাইডেনকে। তার দাবি, নিরলসভাবে গত কয়েকবছর ধরে তাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। যার মাধ্যমে অপদস্থ করা হচ্ছে বাইডেনকেও।

প্রসঙ্গত, আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হয়ে চলতি মাসে শাস্তির মুুখোমুখি হতে যাচ্ছিলেন হান্টার বাইডেন। অন্যদিকে প্রেসিডেন্সি ক্ষমতা প্রয়োগ করে চাইলে যেকোনো অপরাধীকেই ক্ষমা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও, বাইডেন বলেছিলেন অপরাধ প্রমাণিত হলে ছেলেকে ক্ষমা করবেন না তিনি।

Leave a Reply

scroll to top