সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের করা মন্তব্যের প্রতিবাদ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এবার সেই মন্তব্যের জেরে রাষ্ট্রপতির পদত্যাগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে গণজমায়েতের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার রাত ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ ডাক দিয়েছেন তিনি। হাসনাত লিখেছেন, “সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার গনজমায়েত।”
মঙ্গলবার বিকাল ৩টা ৩০ মিনিটে শহিদ মিনারে বিপ্লবী ছাত্র-জনতাকে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এ সমন্বয়ক।