ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যের কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পদ থেকে অপসারণ করতে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। আন্দোলনের মধ্যেই বিএনপির তিন শীর্ষ নেতার সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে ব্যবহৃত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। যারা বিক্ষোভ-আন্দোলন করেছেন আমরা তাদের সরে যেতে বলেছি। এছাড়া গতকাল (মঙ্গলবার) থেকে বঙ্গভবনের আশপাশে নিরাপত্তাও জোরদার করা হয়েছে
তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ বা অন্য কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।