রাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

New-Project-2025-02-25T233222.122.jpg

রাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

২৪ ঘণ্টা বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র মো. সাগর হোসেনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর একটি পোস্ট শেয়ার করেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের ১৫৮ নম্বর কক্ষে গিয়ে সাগরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সহপাঠী ও আবাসিক শিক্ষার্থীরা। পরে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি সেখানে যান।

হল প্রভোস্ট অধ্যাপক শাহ মাহদী বলেন, অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। তার হল সিট বাতিল করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাগরের বিরুদ্ধে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের একাংশ। তারা দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি ও তাকে ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দিন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

scroll to top