রাবি ছাত্রদলের অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি

New-Project-41.jpg

রাবি ছাত্রদলের অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি

২৪ ঘণ্টা বাংলাদেশ রাবি প্রতিনিধি

রাবি ছাত্রদলের অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রাবি ছাত্রশিবিরের আলোচনা ও কুরআন বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাম্পাসে এসেছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি। আসরের নামাজ শেষে বিকেলে তিনি ছাত্রদলের অনুষ্ঠানে যান। সেখানে বক্তব্যও দেন তিনি।

এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমাদের সংগঠনের একটা প্রোগ্রাম ছিল। সেটা শেষে জানতে পারলাম ছাত্রদলের প্রোগ্রাম হচ্ছে। তখনই এখানে আসা। আল্লাহর কাছে শুকরিয়া যে, ৫ আগস্টের পূর্বে যে পরিস্থিতি ছিল, বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম ছিল, আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে সম্মিলিতভাবে একটি সোনার বাংলাদেশ পেয়েছি। আমাদের মাঝে অবারিত সুযোগ আল্লাহ তায়ালা দিয়েছেন। এখন এই সুযোগকে কতখানি কাজে লাগাবো সেটা নির্ভর করবে শহীদদের কাতারে শামিল থাকা আমরা যারা বেঁচে আছি তাদের ওপরে। আমরা কী সিদ্ধান্ত নিব, আমরা কীভাবে বাংলাদেশকে গড়তে চাই, সেটার ওপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কেমন হবে। বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র, কিন্তু এখানে অপার সম্ভাবনা রয়েছে। আমরা অনেক সময় নষ্ট করেছি।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন পর্যন্ত দূরদর্শীতার দিক থেকে, আধিপত্যের বিরুদ্ধে অবস্থানের দিক থেকে, ইনক্লুসিভ বাংলাদেশে গঠনের দিক থেকে এবং পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে তার দূরদর্শীতার কারণে এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে। পাশাপাশি একাত্তরের পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার গভীরতম নীল নকশা সেটাও মিশিয়ে দিয়েছেন শহীদ জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়াকে আমরা এভাবে দেখি, উনার যে আপসহীন চরিত্র, আপসহীন কথাবার্তা সেটি তাকে বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত রেখেছে।

জাহিদুল ইসলাম আরও বলেন, আমরা চাই আগামী দিনে ছাত্রশিবির, ছাত্রদল অপরাপর যারাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেবে। রাজনৈতিক মাঠে একেকজনের আদর্শ চিন্তা বক্তব্য আলাদা থাকবে এটাই রাজনৈতিক সৌন্দর্য, এটাই বৈচিত্র। কিন্তু দিনশেষে দেশটা আমার আপনার আমাদের সকলের।

ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি, রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক মুস্তাফিজ বাবুসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী সহ এই কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

scroll to top