রাবিতে সি ইউনিটের ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত

New-Project-1-20.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তি-পরীক্ষার দ্বিতীয় দিনে আজ শনিবার দুই শিফটে, বেলা ১১টা থেকে ১২টা ও দুপুর ২:৩০ মিনিট থেকে ৩:৩০ মিনিট পর্যন্ত সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও ড. মুহম্মদ কুদরাত-এ-খুদা একাডেমিক ভবনের সামনের চত্বরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের পরীক্ষা সম্পর্কে অবহিত করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ সি ইউনিটের পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ৮২০ জন। প্রথম শিফটে ৪৮ হাজার ১১০ জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৬১৯ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৬৫৮ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৭৬৭ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ১৪৩ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল ৮৮.২৮।

পরীক্ষার দ্বিতীয় শিফটে ৫০ হাজার ৭১০ জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ১২ হাজার ৬১৯ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ১ হাজার ৫৮২ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ২১ হাজার ৬৫৮ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৩৬৮ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ৬ হাজার ৭৬৬ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৪৩১ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ৪ হাজার ১৪২ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ১৮৭ জন; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ২ হাজার ৯২৩ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৩৪ জন পরীক্ষার্থী ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল ৮৮.১১।

প্রসঙ্গত, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে এবার ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

scroll to top