রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন পরীক্ষার সাময়িক ও মূল সনদ (সার্টিফিকেট) প্রদানের সফটওয়ারসহ সামগ্রিক প্রক্রিয়া আধুনিকায়ন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই প্রক্রিয়া আধুনিকায়নকৃত ব্যবস্থা উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীর, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সনদপত্র প্রদানের এই প্রক্রিয়া উদ্বোধন করে উপাচার্য বলেন, এর মাধ্যমে আরো দ্রুততার সাথে সনদ প্রদান করা যাবে। এর মধ্য দিয়ে আবেদনকারীদের সময় সাশ্রয় ও সে সম্পর্কিত বিড়ম্বনা লাঘব হবে। আগামীতে এই প্রক্রিয়া আরো আধুনিকায়নসহ পরীক্ষা সংক্রান্ত সামগ্রিক প্রক্রিয়া সময়োপযোগী করার কাজও চলছে বলে তিনি উল্লেখ করেন।
সেখানে উপস্থিত ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক সাময়িক ও মূল সনদপত্র প্রদান প্রক্রিয়া আধুনিকায়ন প্রসঙ্গে জানান, এ জন্য সম্পূর্ণ সফটওয়ার আধুনিকায়ন করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে ফি প্রদানের জটিলতা নিরসন করাসহ আবেদনপত্র জমা ও সনদ প্রদানের জন্য এসএমএস প্রদান করা হবে। কোনো আবেদনে ভুল-ত্রুটি থাকলে এসএমএসের মাধ্যমে তাও জানানো হবে। নির্ভুলভাবে আবেদন জমার ৫ কার্যদিবসের মধ্যে মূল সনদ প্রদান করা হবে। রাবি ওয়েবসাইটের সংশ্লিষ্ট পেইজে ( https://applycert.ru.ac.bd/) প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ফি প্রদান প্রক্রিয়ার তথ্যসহ জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগের টেলিফোন নম্বর এবং সচরাচর জানতে চাওয়া হয় এমন সব বিষয়ে কিছু অত্যাবশ্যক তথ্যও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সাল এবং পরবর্তী বছরসমূহের স্নাতক (সম্মান), স্নাতক ও স্নাতকোত্তর পাস শিক্ষার্থীদের সাময়িক সনদ প্রদান আগেই সহজতর করা হয়েছে।