রাবিতে চবির ডি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

New-Project-7-4.jpg
নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে  শনিবার (২২ মার্চ )  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি-ইউনিটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএ (অনার্স) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১২টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

আজকের পরীক্ষায় মোট ৮,৯১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ২,০১৫ জন। উপস্থিতির হার ৮৯.৪৬।

পরীক্ষা চলাকালে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন প্রমুখ পরীক্ষার হলসমূহ ঘুরে দেখেন।

তাঁরা পরীক্ষার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

scroll to top