রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ সোমবার আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ-উল-ফিতর উদযাপন করা হয়। এদিন সকাল ৮টায় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়।
এতে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণও অংশ নেন।
নামাজের পর অনুষ্ঠিত হয় ঈদের ঐতিহ্যবাহী কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়। সেখানে বিশেষ আয়োজন হিসেবে শিশুদের জন্য চকোলেট ও জুস ও মিস্টান্নসহ বিভিন্ন পছন্দনীয় খাবারের ব্যবস্থা, যা এবার তাদের ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে।
প্রসঙ্গত, প্রথমবারের মতো এবার রাবি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের পৃথক জামায়াত আয়োজনে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়।
ঈদের নামাজের পর উপাচার্য তাঁর মন্তব্যে বলেন ঈদ-উল-ফিতর আমাদের অন্যতম আনন্দ উৎসব। ঈদ আমাদের সবার জীবনে বয়ে আনুক আনন্দ ও কল্যাণের বারতা। ঈদ দেশ-জাতি-সমাজে সবার মধ্যে গড়ে তুলুক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন। ঈদ-উল-ফিতরের এই আনন্দ বার বার ফিরে আসুক আমাদের জীবনে। মহিলাদের ঈদ জামায়াত আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।