এক বছর আগে থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন আলোচিত উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফারের।
বিনোদন জগতের সংগীতশিল্পী জেফার রহমানের ফ্যাশন স্টেটমেন্টে পরিবর্তন এলেও একটা সময় পোশাক-আশাক, সাজগোজ নিয়ে বহুবার কটাক্ষের মুখে পড়েন তিনি। গানের মাধ্যমেই শোবিজে পরিচিতি তার। তবে গানের পাশাপাশি মডেলিং ও উপস্থাপনা— এমনকি অভিনয়েও নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন এ গায়িকা।
চলতি বছরে রাফসানের বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ পেলেই সামনে আসে জেফারের সঙ্গে তার প্রেমের বিষয়টি। এমনকি সে সময়ই দাবি করা হয়, জেফারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাফসান। যে কারণে ভেঙে যায় এই উপস্থাপকের সংসার।এসব আলোচনার মধ্যেই এবার রাফসান সাবাব ও জেফারকে একসঙ্গে দেখা গেল ব্যাংককে। সেখানে তারা একান্তে সময় কাটাচ্ছেন!
গত ১৫ নভেম্বর ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে একসঙ্গে দেখা যায়। এ সময় রাফসান গ্রিন টাইপের শার্ট আর জেফার পরেছিলেন ওয়ের্স্টান ড্রেস। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা। সেই ছবিই গোপনে কোনো এক ভক্ত ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন।
এদিকে শোবিজ অঙ্গনের অনেকেরই দাবি, রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। গুঞ্জন রয়েছে, গোপনে তারা বিয়েও সেরেছেন। যদিও কেউই বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি।
সম্প্রতি বিষয়টি নিয়ে জেফার বলেন, আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিচ্ছে আগে থেকেই। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা ভাবুক।রাফসানের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া ও প্রেম নিয়ে এই গায়িকা বলেন, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না। তবুও আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার জীবন নিয়ে তারা নানা কিছু ভাবছে, বিভিন্ন রকম গল্প তৈরি করছে…আমি তাদেরকে সেসব ভাবতে দিচ্ছি। আপনাদের যা ইচ্ছা ভেবে নেন।