রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

New-Project-2-9.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

দীর্ঘ ১৮ বছর পর আজ অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে মাঠে নামছে এক নতুন বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবারের মতো পঞ্চপাণ্ডবের কোন সদস্য ছাড়াই খেলতে নামবে টাইগাররা।

ক্যারিবিয়ারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আজ শুক্রবার (২২ নভেম্বর) মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় রাত আটটায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে লড়াই।

চোটের কারণে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। ক্যারিবিয়ানে যাওয়ার আগে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে শান্তর অনুপস্থিতিতেই ওয়ানডে নেতৃত্বে অভিষেক হয়েছে এই অলরাউন্ডারের। এবার সাদা পোশাকে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন তিনি। এছাড়া চোটের কারণে নেই উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমও।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর টানা চার টেস্ট হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার একদিন আগেই নিজেদের একাদশ প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। নতুন-পুরনোদের মিশেলে গড়া দলে আছে পাঁচ পেসার।

বাংলাদেশ একাদশ ঘোষণা না করলেও পেসারদের আধিক্য যে বেশিই হবে সেটি অনুমেয়। চার পেসার শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা আছেন স্কোয়াডে। এই চারজনের ম্যাচ খেলার সম্ভাবনা অনেটাই। প্রস্তুতি ম্যাচে ভালো করায় অভিষেক হতে পারে হাসান মুরাদেরও।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, কেচি কার্টি, জশুয়া ডি সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ ও জেইডন সিলস

Leave a Reply

scroll to top