স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর রাবি সমন্বয়কদের স্মারকলিপি প্রদান

New-Project-48-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

শহীদ জোহা স্যারের শাহাদাত বার্ষিকী ১৮ ই ফেব্রুয়ারি কে “জাতীয় শিক্ষক দিবস” হিসেবে ঘোষণা করার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাবি সমন্বয়কদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন মেহেদী হাসান ও সালাউদ্দিন আম্মার।

সালাউদ্দিন আম্মার বলেন, জোহা স্যার আমাদের অনুপ্রেরণার বাতিঘর। উনসত্তর থেকে শুরু করে চব্বিশ , শোষিত শিক্ষার্থীসমাজের বুকে এক অসীম সাহসের নাম জোহা।  “জোহা স্যারের স্মরণে ভয় করিনা মরণে” এই স্লোগানটি হারানো আন্দোলনকে পুনর্জীবন দিয়েছে।

সালাউদ্দিন আরও বলেন, পুরো আন্দোলন জুড়ে অসহায় শিক্ষার্থীরা খুঁজেছিল একজন জোহা স্যারকে। দেশ স্বাধীন কিন্তু জোহা স্যারের জন্য কি করতে পারলাম আমরা? শিক্ষক সমাজের জন্য একটি বড় অনুপ্রেরণার জায়গা হবে “জাতীয় শিক্ষক দিবস” হিসেবে ১৮ ফেব্রুয়ারিকে ঘোষণা করা হলে।

Leave a Reply

scroll to top