রাজধানী কেন তেহরান থেকে সরাতে চান ইরানি প্রেসিডেন্ট

New-Project-2025-02-19T111725.819.jpg
নিজস্ব প্রতিবেদক

হঠাৎই তেহরান থেকে রাজধানী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। তেহরান থেকে দূরে ইরানের দক্ষিণ উপকূলে হতে চলেছে নতুন রাজধানী।

 

ইরানের রাজধানী তেহরান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন রাজধানী হবে উপকূলীয় মাক্রান অঞ্চলে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি জানান, তেহরানে জনসংখ্যা, পানি ও বিদ্যুতের চাপ বেড়ে গেছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তেহরান ইরানের উত্তরাঞ্চলীয় শহর। জনসংখ্যার দিক দিয়ে এটি শুধু ইরানই নয়, পশ্চিম এশিয়ার বৃহত্তম নগরী। মিশরের কায়রোর পর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নগরী তেহরান।

কাস্পিয়ান সাগর থেকে ১০০ কিলোমিটার দূরের তেহরান কাজার শাসনকালে ১৭৮৬ সালে প্রথম রাজধানীর মর্যাদা পায়। তখনকার শাহ আগা মোহাম্মদ খান শহরটিকে রাজধানী বানিয়েছিলেনতারপর অনেক শাহন গড়িয়ে গত শতকের সত্তরের দশকে ইসলামী বিপ্লবের পরও তেহরনেই রাজধানী থেকে যায়।

মূল শহরটিতে এখন প্রায় ৯৪ লাখ মানুষের বাস। তবে আশপাশের শহরতলীর এলাকাগুলো মিলিয়ে তেহরানের মোট বাসিন্দা প্রায় ১ কোটি ৭০ লাখ।ঐতিহাসিক এই নগরী এখন আর রাজধানীর ভার বহন করতে পারছে না বলে মনে করছেন পেজেশকিয়ান।

Leave a Reply

scroll to top