বৃষ্টিতে রাজধানীসহ দেশের কয়েক স্থানে কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে। দিনব্যাপী তাপদাহের পর বিকেলে নামে ঝুম বৃষ্টি।
সারাদেশের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। কয়েক জেলায় তাপদাহের তীব্রতা বেশি। তাপমাত্রা আরও বাড়ার পাশাপাশি তাপপ্রবাহের এলাকা বিস্তৃত হওয়ার পূর্বাভাস রয়েছে।
কয়েকদিন ধরেই সারাদেশে বয়ে চলা তাপপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। সারাদিন রোদে পোড়ার পর বৃষ্টির পানিতে ভিজে যেন স্বস্তি আসে নগরে।
কিছু গরমের কারণে নাকাল দেশের বেশিরভাগ এলাকার জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া মানুষকে সব থেকে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে ।
আপাতত গরম কমার কোন সম্ভাবনা নেই ।