রাজধানীর গুলশান ও পল্টন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্রেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ, ক্যানাবিনলযুক্ত কান্ডি, তরল ক্যানাবিনয়েড, ম্যাজিক মাশরুম, মাদক বিক্রয় লব্ধ নগদ টাকা ও বিদেশী মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রমনা সার্কেলের এনফোর্সমেন্ট টিম।
বুধবার (৪ ডিসেম্বর) সরকারি পরিচালক রাহুল সেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে। ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের রমনা সার্কেলের এনফোর্সমেন্ট টিম।
অভিযানে আটকৃতরা হলেন কাজী মারম্নফুল ইসলাম রাজ (২৬), মোঃ ইসমাইল বেপারী (৩০) ও সাকিব নঈম (২৭)। এসময় তাদের কাছ থেকে ১.০৪০ কেজি টেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ, ৬০ গ্রাম টেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত ক্যান্ডি, ৩৮ গ্রাম তরল ক্যানাবিনয়েড, ১৮ গ্রাম ম্যাজিক মাশরুম, ৮.৫ লিটার বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ অর্থ ১,০৫,০০০ (এক লক্ষ পাঁচ হাজার) টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন পরিদর্শক মো. লোকমান হোসেন।