বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবন ঘেরাও করেছেন আন্দোলনকারীরা। টানা চারদিনের বিক্ষোভের পর সোমবার (১৯ মে) সকাল থেকে তারা ‘নগরভবন ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন। এতে গুলিস্তানের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
বিক্ষোভ চলছে টানা পঞ্চমদিনের মতো
সকাল ১১টা থেকে গুলিস্তান মাজার গেট এলাকায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল গুলিস্তান ও নগরভবনের সামনে এসে যোগ দেয়। প্রধান সড়কে অবস্থান নিয়ে তারা ইশরাকের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানান। এদিন বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল এসে গুলিস্তান মাজারের সামনে এবং নগরভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। এরপর স্লোগানে স্লোগানে ইশরাকের শপথ নিতে বিলম্বের প্রতিবাদ জানান তারা।
বিক্ষোভকারীদের স্লোগানে উঠে আসে—“শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই”, “শপথ নিয়ে তালবাহানা চলবে না”, “জনতার মেয়র ইশরাক ভাই”, “দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ চাই”।
আজও নগরভবনে ঝুলছিলো তালা
এদিকে নগরভবনের প্রধান ফটকসহ বিভিন্ন দপ্তরের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে ইশরাকপন্থি কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে ডিএসসিসির সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্দোলনকারীরা হুঁশিয়ার করে জানিয়েছেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। রোববারও তালা ঝুলানো ছিলো নগরভবনে।
এর আগে গত শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করেছিলাম। তখন ক্ষমতাসীন দলের প্রভাব থাকায় বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। তবে আদালতের নির্দেশনা অনুযায়ী এখন আমার মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। গেজেট প্রকাশের ২০ দিন পেরিয়ে গেলেও এখনো আমাকে শপথ করানো হয়নি।”
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন ইশরাক হোসেন। পরে নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে তিনি আদালতে যান। চলতি বছরের মার্চে নির্বাচন ট্রাইব্যুনাল রায়ে তাপসকে অযোগ্য ঘোষণা করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। রায়ের ভিত্তিতে গেজেট প্রকাশ হলেও শপথের তারিখ এখনো নির্ধারিত হয়নি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ‘গুলিস্তান ব্লকেড’ কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা, যার ফলে বংশাল ও পল্টনমুখী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।